চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় কৃষক বিল্লালের ৩৩ শতক জমির ধান কেটে দিয়েছে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মোঃ কামরুল হাসান পাটওয়ারীর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (২৬ এপ্রিল) সোমবার উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম গাব্দেরগাঁও গ্রামের কৃষক বিল্লালকে সহায়তা করতে তারা কাঁচি হাতে মাঠে নামেন।
এ সময় উপজেলা ছাত্রলীগ নেতা আল-আমিন মিয়াজীসহ ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন ছাত্রলীগ নেতা রায়হান ক্বারী, সাকিব হোসেন, হাবিব হোসেন, রায়হান খান, জিসান চৌধুরী, জাহিদুল ইসলাম, শরীফ হোসেন, সাইমন হোসেন, রুদ্র চন্দ্রশীল, রাজিন হোসেন, আকাশ চন্দ্র শীল, আল-আমিন হোসেন, তানভীর হোসেন, ফয়সালা হোসেন, টনি, নাইম হোসেন, তারেক হোসেনসহ নেতা-কর্মীরা ধান কাটেন।
ছাত্রলীগ নেতা কামরুল হাসান পাটওয়ারী জানান, ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান এমপির নিদের্শনায় তারা কৃষকদের ধান ঘরে তুলতে সহযোগিতা করছেন। কৃষক বিল্লাল অর্থাভাবে ফসল কাটতে না পারায় তারা তা জেনে সোমবার দিনভর ৩৩ শতক জমির ধান কেটে দেন।