বৃক্ষরোপণ সহ নানান কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন।
এদিন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ থেকে একটি আনন্দ মিছিল শুরু হয়ে জয়বাংলা ভাস্কর্য প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। এরপর কেক কেটে জন্মদিন উদযাপন করেন সংগঠনের নেতাকর্মীরা।
সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে বৃক্ষ রোপণ কর্মসূচির পালন করা হয়। এ সময় শাখা ছাত্রলীগের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।