মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন ও ইউএন সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক কর্তৃক “মুকুট মণি” উপাধিতে ভূষিত হওয়ায় ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিমুন সরকারের নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এ সময় শহরের বিভিন্ন স্থানে ৭৫টি ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতী নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।