প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) কেক কাটা ও বৃক্ষরোপণের মাধ্যমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন হয়।

সকাল সাড়ে দশটায় প্রশাসন ভবনের সামনে কেক কাটেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), বিভিন্ন দপ্তরের দপ্তরপ্রধানবৃন্দ, বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ বাংলাদেশ ছাত্রলীগ সিকৃবি শাখার নেতাকর্মীবৃন্দ। কেক কাটা শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়, সেখানে ছাত্রলীগের কর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে বৃক্ষরোপণে অংশ নেয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান তিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এবার প্রধানমন্ত্রী জন্মদিনটি বিদেশে কাটাবেন। তার অনুপস্থিতিতেই দিনটি উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এরই ধারাবাহিকতায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে তাঁর জন্মদিন পালন করা হয়।