যশোর ছাত্রলীগের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ধারাবাহিকভাবে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ধারাবাহিকভাবে অসহায় ও দুঃস্থদের মাঝে সেহরি ও ইফতার বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলবে বলে জানা গেছে। এ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল শনিবার (২৪ এপ্রিল) বিকালে শহরের পাইপপট্টি এলাকায় ইফতারী বিতরণ করা হয়।

সংগঠনের জেলা সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের নেতৃত্বে এই কার্যক্রমে অংশ নিচ্ছেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াসিন আরাফাত তরুণ, আরিফুর রহমান সাগর, শাহাদত হোসেন রনি হাওলাদার, শাহাদত হোসেন রনি হাওলাদার, কায়েস আহমেদ রিমু, রাজু রানা, আলী হাসান হাসান মোত্তর্জা রিফাত, রুহুল কুদ্দুস, যুগ্ম-সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান  রিফাত, আসাদুজ্জামান আসাদ, আশিকুর রহমান হৃদয়, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন রিয়াদ, তরিকুল ইসলাম, মারুফ হোসেন, রাকিবুল আলম, ফাহমিদ হুদা বিজয়সহ অনেকে।

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াসিন আরাফাত তরুণ দৈনিক শিক্ষাডটকমকে জানান, প্রথম রোজায় শেহরের দড়াটানা মোড় থেকে সেহরি বিতরণ শুরু হয়। তারপর ধারাবাহিকভাবে বঙ্গবন্ধু মুর‌্যাল চত্তর, পালবাড়ি, আরএন রোড, বেজপাড়া, মণিহার ও স্টেশন এলাকায় বিতরণ করা হয়েছে। আর গাড়িখানা রোড়ে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে থেকে ইফতারি বিতরণ করা হয়। তারপর শেখ রাসেল চত্ত্বর, চারখাম্বা মোড়, পালবাড়ি মোড়, নিউমার্কেট, সদর হাসপাতাল মোড় ও পাইপপট্টি এলাকায় বিতরণ করা হয়েছে। রমজান মাসব্যাপী ধারাবাহিকভাবে এ কার্যক্রম চলবে।