সারাদেশে চলমান লকডাউনে চলাচলে কঠোর বিধিনিষেধ থাকায় নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রোগীদের জন্য ২৪ ঘন্টা ‘হ্যালো ছাত্রলীগ’ টেলি,মেডিসিন সেবা চালু করলো পাবনা মেডিকেল কলেজ ছাত্রলীগ।

এ প্রসঙ্গে পাবনা মেডিকেল কলেজ ছাত্রলীগের টেলিমেডিসিন সেবার সমন্বয়ক মাসুদ আহমেদ বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে পামেক ছাত্রলীগের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যখনই দেশে কোন বাধাবিঘ্ন সৃষ্টি হয়, সবসময় বাংলাদেশ ছাত্রলীগ সবার আগে সাধারণ মানুষের পাশে গিয়ে দাড়াঁয়। তারই ধারাবাহিকতায় চলমান লকডাউনে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা পামেক ছাত্রলীগ বদ্ধপরিকর। যার ফলশ্রুতিতে আমরা টেলিমেডিসিন সেবা শুরু করেছি এবং সাধারণ মানুষের ভোগান্তি দূর করার চেষ্টা করছি।’