পথচারী ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগ।

রবিবার (২লা মে) কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম পাভেলের নেতৃত্বে কলেজের সামনে, ভিক্টোরিয়া পার্ক ও এর আশেপাশে পথচারী, রিক্সাচালক, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেন।

এ সময় কবি নজরুল সরকারি কলেজে ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম পাভেল বলেন, ‘করোনায় সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা বাস্তবায়নে পথচারী, রিক্সাচালক, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মানুষের মুখে হাসি ফুটাতে বাংলাদেশ ছাত্রলীগ ভবিষ্যতেও কাজ অব্যাহত থাকবে।’