পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর এলাকার কৃষক রহিম মৃধা। শ্রমিক না পেয়ে তার দুই একর জমির ধান পেকে খেতেই ঝড়ে পড়ার উপক্রম হয়েছিল। তবে তার দুঃশ্চিন্তা দূর করতে তার পাশে দাঁড়ায় ছাত্রলীগ নেতাকর্মীরা।
আজ শুক্রবার (৩০ এপ্রিল) রোজা রেখে তীব্র তাপদাহের মধ্যেই সকাল থেকে দিনভর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসান সেরনিয়াবাদের নেতৃত্বে ২৫-৩০ জন নেতাকর্মী ধান কেটে অসহায় কৃষক রহিম মৃধার বাড়ি পৌঁছে দেন।
কৃষক রহিম মৃধা জানান, ‘লকডাউন থাকায় এবার শ্রমিক প্রয়োজনের তুলনায় কম এসেছে। ফলে মিলছে না শ্রমিক। ধান পেকে খেতেই ঝড়ে পড়ার উপক্রম হয়েছিল। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে ধান কেটে দিয়েছেন। এমন কঠিন সময়ে তাদের এমন কাজে আমি অশেষ কৃতজ্ঞ।’
উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসান সেরনিয়াবাদ জানান, ‘করোনার এই দুর্যোগকালীন প্রধানমন্ত্রী কৃষকদের পাশে দাঁড়ানোর যে নির্দেশনা দিয়েছেন তার প্রতিফলন ঘটাতে পটুয়াখালী-৩ আসনের এমপি এস এম শাহজাদা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা কৃষকের ধান কেটে দিচ্ছি।’
তিনি আরও জানান, ‘করোনার শুরু থেকে দশমিনা উপজেলা ছাত্রলীগ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সংকটকালে খবর পেলে এমন আরও অসহায়দের ধান কেটে দেব আমরা জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।’