করোনা ভাইরাসের প্রভাবে সারা দেশে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে খাদ্য সংকটে অসহায় ছিন্নমূল মানুষগুলো। সবচেয়ে বেশি বিপাকে পড়ছে রোজাদার ছিন্নমূল, অসহায় মানুষগুলো। এই সংকটকালীন সময়ে ইফতার বিতরণ কার্যক্রম শুরু করে পটুৃয়াখালী জেলা ছাত্রলীগ।
পটুৃয়াখালী শহরের বিভিন্ন অলি গলিতে থাকা ছিন্নমুল রোজাদার ব্যক্তিদের কাছে পৌঁছে দেয় ইফতার সামগ্রী।
এ সময় পটুৃয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল ধর্ম প্রতিমন্ত্রী পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ মোঃ শাহজাহান মিয়া এমপি
ও পটুয়াখালী পৌর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডঃমোঃ তারিকুজ্জামান মনি ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডঃ হারুন আর রশিদ এবং পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সফল সহ-সভাপতি মোঃ আরিফ আল আমিন সহ পটুয়াখালী পৌর ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।