কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সহযোগিতায় মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ইফতার বিতরণ করেছে ছাত্রলীগ।
রবিবার (২৫ এপ্রিল) পটুয়াখালী জেলা শহরে ছাত্রলীগের নেতাকর্মীরা দুঃস্থ, হতদরিদ্র এবং পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, পটুয়াখালী জেলা ছাত্রলীগে সাবেক সফল সহ-সভাপতি সৈয়দ বেলাল হোসেন পাবেল সহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি সৈয়দ বেলাল হোসেন পাবেল বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে পবিত্র মাহে রমজানে পটুয়াখালী জেলায় কর্মহীন, খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। এছাড়াও অসহায় ছিন্নমূল মানুষের পাশে থেকে সকল প্রকার সহযোগিতা করে আসছেন। এই ইফতার বিতরণ কর্মসূচি পবিত্র রমজান মাসব্যাপি চলমান থাকবে ইনশাআল্লাহ।’