পটুয়াখালীর গলাচিপায় মাঠে দুলছে সোনালি ধান। লকডাউনে শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছেন না কৃষক। ওই সব কৃষকের পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত মুজাহিদুল ইসলাম তাসির মৃধার নেতৃত্বে গলাচিপার উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের ৮ নং ওয়াড মানিক চান গ্রামের কৃষক জলিল (৫৫) এর ১০ বিঘা জমির পাকা বোরো ধান কেটে দিয়েছে ছাত্রলীগ।
কৃষক জলিল বলেন, ‘শ্রমিক না পাওয়ায় আমি ও আমার ছেলে তাদের ফোন করি সঙ্গে সঙ্গে সকালে মাঠে এসে ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে।’
মুজাহিদুল ইসলাম তাসির মৃধা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় পটুয়াখালী জেলা ছাত্রলীগের উদ্যোগে শ্রমিক সংকটে পড়া কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি। ছাত্রলীগের পক্ষ থেকে কৃষকের জন্য আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে।’
এ সময় ধান কাটায় আরো অংশ নেন পটুয়াখালী জেলা ছাত্র লীগের নেতা হাসিব, ফেরদৌস খান, মেজবাহুল হক, নিরব, বাপ্পি সহ অনেকে।