কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে নেত্রকোণা জেলা ছাত্রলীগ।

শনিবার (১ মে) নেত্রকোণার কেন্দুয়া উপজেলার তেলিগাতী রোড, বৈখরহাটী রোড, রামপুর বাজার সহ বিভিন্ন এলাকায় নেত্রকোণা জেলা ছাত্রলীগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তার ব্যক্তিগত তহবিল থেকে এলাকায় দুঃস্থ, হতদরিদ্র এবং পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল শাওন।

এ সময় উপস্থিত মামুনুর রশিদ টিপু, সাহাজুল ইসলাম বিএম, ইমরান খান, নাঈম আল হাসান, শাকিল খান, সারোয়ার জাহান নাঈম, তাইতুল ইসলাম, রাকিবুল হাসান জয়, এ এইচ খান ফয়সল, গাজীউর রহমান প্রমুখ।

ইফতার বিতরণ কালে নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল শাওন বলেন, ‘দেশের এই ক্রান্তিলগ্নে মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে পবিত্র মাহে রমজানে জেলায় কর্মহীন, খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার বিতরণ করা যাচ্ছি। এছাড়াও অসহায় ছিন্নমূল মানুষের পাশে থেকে সকল প্রকার সহযোগিতা করে আসার চেষ্টা করবো। এই ইফতার বিতরণ কর্মসূচি পবিত্র রমজান মাসব্যাপি চলমান থাকবে ‘ইনশাআল্লাহ’।’