নরসিংদী জেলা ছাত্রলীগ নেতা শোয়েব রায়হানের উদ্যোগে মাধবদীতে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মধ্যে পবিত্র মাহে রমজানের ইফতার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) বিকালে মাধবদী পৌরশহরের গরুর হাট এলাকার মুক্তিযোদ্ধা মঞ্চে সমাজের দরিদ্র ও বঞ্চিত অসহায় মানুষের হাতে ইফতারের প্যাকেট তুলে দেয়া হয়।
সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে ও সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ছাত্রলীগ নেতাদের হাত থেকে ইফতার সামগ্রী গ্রহণ করে অনুষ্ঠানে আগত মানুষজন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু। ইফতার পূর্ববর্তী মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাধবদী পৌরসভা ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুর রহমান।
এ সময় মাধবদী থানা শাখা, পৌর শাখাসহ নরসিংদী জেলার বিভিন্ন ইউনিটের প্রায় শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।