নরসিংদীতে অসহায় ৫ শতাধিক মানুষের মাঝে সবজি বিতরণ করেছে জেলা ছাত্রলীগ। আজ সোমবার (১২ জুলাই) দুপুরে নরসিংদী খাটেহারায় জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টুর উদ্যোগে সবজি বিতরণ করা হয়। সবজি হিসেবে বিতরণ করা হয় কাকরোল, পটল, বেগুন, ঝিংগা, জালি।
এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী শহর ছাত্রলীগের সভাপতি শেখ রাজিব সরকার, সহ-সভাপতি শেখ ওমর ফারুক রাজীব, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শামীম সহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।
নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু বলেন, করোনা পরিস্থিতি ও লকডাউনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ছাত্রলীগের এই উদ্যোগ। করোনা পরিস্থিতির শুরু থেকেই অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে ছাত্রলীগ। সেই ধারাবাহিকতায় আজ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে অসহায় ৫ শতাধিক মানুষের মাঝে সবজি বিতরণ করা হয়। করোনা পরিস্থিতি যতদিন থাকবে অসহায় মানুষের জন্য নরসিংদী জেলা ছাত্রলীগ কাজ করে যাবে বলে জানান তিনি।