নরসিংদীতে লকডাউনে বিপাকে পড়া অসহায় এক কৃষকের জমির ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দিয়েছে নরসিংদী জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টুর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা কামারগাও এলাকার কৃষক পলাশেরর ২ বিঘা জমির ধান কেটে দেন।

নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু বলেন, ‘গত বছরও করোনা মহামারীর মাঝে বিপাকে পড়া অসহায় কৃষকদের জমির ধান কেটে মাড়াই করে বাড়ি পৌছে দিয়েছিল জেলা ছাত্রলীগ। এবারও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশক্রমে করোনা মহামারীতে লকডাউনে শমিক সংকটে পড়া অসহায় কৃষকদের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে জেলা ছাত্রলীগ। নরসিংদী জেলা ছাত্রলীগের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী শহর ছাত্রলীগের সভাপতি রাজীব সরকার, সহ-সভাপতি শেখ রাজিব, নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শিব্বির আহমেদ, মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ খান অপূর্ব, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মাধবদী শহর ছাত্রলীগের সভাপতি আলিফ আহমেদ সহ জেলা ছাত্রলীগ সহ অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা।