নরসিংদী জেলা ছাত্রলীগের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) বিকালে নরসিংদী পৌরসভার সামনে জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু অসহায় ৪ শতাধিক মানুষের মাঝে ইফতার হিসেবে বিরিয়ানি বিতরণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী শহর ছাত্রলীগের সভাপতি রাজিব সরকার, সহ-সভাপতি শেখ ওমর ফারুখ রাজীব, নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শিব্বির আহমেদ মোল্লা শিবলী, কানন ভূইয়া, শাহাদাত হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা।

নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু বলেন, করোনার প্রথম ঢেউ থেকে শুরু করে সকল দুর্যোগে অসহায় মানুষের পাশে ছিলো জেলা ছাত্রলীগ। করোনার প্রথম ধাপে মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, খাদ্যসামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছিলো। এবারও করোনার ২য় ঢেউ চলছে। এবারো রমজানে ৪ শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার হিসেবে বিরিয়ানি বিতরণ করা হয়েছে। জেলা ছাত্রলীগের এমন উদ্যোগ সবসময় অব্যাহত থাকবে বলে জানান তিনি।