প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে  কোনাবাড়িতে কৃষকের পাকাধান ধানকেটে মড়াই করে দিলো গাজীপুর মহানগর ছাত্রলীগ। সারাদেশে লকডাউন থাকার কারনে কর্মহীন হয়ে পড়েছে অনেক কর্মজীবি মানুষ। তাই পাকাধান ঘরে তুলতে পারছে না অসহায় ও দরিদ্র কৃষকরা।
এমন চরম বিপাকে কোনাবাড়ি বাঘিয়ার কৃষক নজরুল ইসলাম। তার ৩ বিঘা পাকাধান ঘরে তোলার জন্য সহযোগিতা চাইলেন ছাত্রলীগ নেতা নওফিল আজাদ রাফির কাছে। ৪০ জনের একটি টিম নিয়ে ২৪ শে এপ্রিল বেলা ১১ টায় ঐ জমির ধান কেটে মাড়াই করে কৃষক বাড়ি পৌঁছে দিয়েছে রাফি। ছাত্রলীগের এমন উদারকর্মকান্ডে আবেগ আপ্লূত হয়ে পড়েন ঐ কৃষক,গাজীপুর মহানগর ছাত্রলীগের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। তরুন প্রজন্মের ছাত্রলীগ নেতা নওফিল আজাদ রাফি বলেন,আমার রাজনৈতিক অভিবাবক আলহাজ্ব এ্যাডঃ জাহাঙ্গীর আলম ভাইয়ের কাছে কৃষকদের পাকাধান কাটার ব্যাপারে কথা বলায়,তিনি আমাকে নির্দেশনা দিয়েছেন যতদিন কৃষকের সমস্যা থাকবে আমরা যেন পাশে থাকি। রাফি আরো বলেন,কোনাবাড়ি সহ গাজীপুরের যে কোন জায়গায় কৃষক পাকাধান ঘরে তুলতে সমস্যা হলে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আলহাজ্ব এ্যাডঃ আ ক ম মোজাম্মেল হক এমপি মহোদয় সহ বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দের জন্য এই রমজান মাসে সকলের কাছে দোয়া চাই।