বরিশালে দরিদ্র কৃষকের জমির ধান কেটে দিয়েছে বরিশাল মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।
করোনা ভাইরাসের কারণে ধান কাটা শ্রমিক না পাওয়ায় বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ড কালিজিরা সংলগ্ন উওর জাগুয়া, জমির ধান নিয়ে কৃষক, কালাম মিয়া পড়েছেন চরম বিপাকে। তার ধান ক্ষেতেই ঝড়ে যাওয়ার আশংকায় ।
শনিবার সকালে বিপদগ্রস্থ ওই দরিদ্র কৃষকের পাশে দাঁড়িয়েছে বরিশাল মহানগর ছাত্রলীগ নেতাকর্মী। তারা এক বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।

এতে কৃষক কালাম মিয়া খুশি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বরিশাল আ.লীগের সাধারন সম্পাদক ও বি.সি.সি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ”র পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ ধান কাটা কর্মসূচিতে অংশ নেন বরিশাল মহানগর ছাত্রলীগের একাধিক নেতৃবৃন্দ।