ময়মনসিংহের ত্রিশালে উপজেলার কোনাবাড়ি শিংমারা পাড় গ্রামের হতদরিদ্র কৃষক মো. জামাল উদ্দিনের ৫৫ শতাংশ জমির ধান কেটে কৃষকের বাড়িতে পৌছে দিয়েছে ছাত্রলীগ।

সোমবার (২৬ এপ্রিল) সকালে প্রায় ৬০ জন নেতাকর্মী নিয়ে উপজেলার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মালেক সামি কৃষক মো. জামাল উদ্দিনের ৫৫ শতাংশ জমির ধান কেটে তার বাড়িতে পৌছে দেন।

উপজেলা ছাত্রলীগ নেতা মালেক সামি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক দেশজুড়ে ধান কাটা শ্রমিকের মজুরি তুলনামূলকভাবে বেশি হওয়ায় ও দেশে করোনাভাইরাসের কারণে অনেক গরীব অসহায় হতদরিদ্র কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেন না। আমরা এরকম কৃষকদের পাশে আছি সব সময় থাকবো। আমরা আজকে হতদরিদ্র কৃষক জামাল উদ্দিনের ক্ষেতের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি।’

এ সময় ছাত্রলীগ নেতা মোঃ নাদিম মিয়া, মোঃ পলাশ মাহমুদ, মোঃ আরিফুল ইসলাম, মোঃ অন্তর হাসান আফ্রিদী সহ আরো অনেকে উপস্থিত থেকে ধান কাটায় অংশগ্রহণ করেন।