পবিত্র রমজান মাসব্যাপী ইফতার বিতরণ অব্যাহত রেখেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিকস ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি বেনজির রহিম খান বিপুল।

বুধবার (২১ এপ্রিল) তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিভিন্ন এলাকায় লকডাউনে ক্ষতিগ্রস্থ অসহায়, দুঃস্থ ও ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

বেনজির রহিম খান বিপুল জানান, ‘বর্তমান করোনা সংকটে চলমান লকডাউনে শহরের ছিন্নমূল, অসহায়-দুঃস্থ মানুষ বিপাকে পড়েছেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পবিত্র রমজান মাসে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব ছিন্নমূল ও অসহায়-দুঃস্থ মানুষের মাঝে তৃপ্তির ইফতার বিতরণ করেছি। এই কার্যক্রম রমজানের ৩০ দিন ই চলবে।’

এ সময় বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিকস ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।