করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনে বিপাকে পড়ছে রোজাদার ছিন্নমূল, অসহায় ও শ্রমজীবী মানুষেরা। পবিত্র রমজানে এসব অসহায়-দুঃস্থ, ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার (৬ মে) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় ঢাকা মেডিকেল কলেজের মিলন চত্বরে ডাঃ আলীম চৌধুরী হল শাখা ছাত্রলীগের পক্ষ থেকে অসহায়-দুঃস্থ, ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি জিয়াসমিন শান্তা, সহ-সভাপতি ফরিদা পারভীন, সহ-সভাপতি খাদিজাতুল কুবরা, যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি, উপ-স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক সম্পাদক জেরিন সিকদার, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগ কর্মী সেরনিয়াবাত সিরাজুম মুনীরা, শাইকা শফিক সহ ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।