চলমান বৈশ্বিক করোনা মহামারীতে পিরোজপুরে ডায়রিয়া/কলেরা ব্যাপক আকার ধারণ করায়, কেন্দ্রীয় ছাত্রলীগের চিকিৎসা সহযোগিতা ও চিকিৎসা সামগ্রী, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে জেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ খান টিটু ও সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকের নেতৃত্বে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা পিরোজপুর সদর হাসপাতালে ডায়রিয়ার সংক্রমণ রোধে কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতিনিধি টিম কর্তৃক জেলা ছাত্রলীগের নিকট হস্তান্তরিত আইভি (IV) স্যালাইন, ওরস্যালাইন ও করোনা সংক্রমণ রোধে মাস্ক বিতরণ করেন।
এর আগে, কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতিনিধি টিম পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ খান টিটু ও সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকের নিকট ডায়রিয়ার সংক্রমণ রোধে আইভি (IV) স্যালাইন, ওরস্যালাইন ও করোনা সংক্রমণ রোধে মাস্ক হস্তান্তর করেন।
জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ খান টিটু বলেন, ‘চলমান করোনা মহামারীতে বরিশাল অঞ্চলে কলেরা/ডায়রিয়া ব্যাপক আকার ধারণ করেছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। এদিকে স্যালাইন সংকট তীব্র আকার ধারণ করেছে, স্যালাইন যদি কোথাও পাওয়াও যায় তার দাম কয়েকগুণ বেশি। এমতাবস্থায়, কেন্দ্রীয় ছাত্রলীগ কর্মসূচি দিয়েছে আমাদের অঞ্চলে ডায়রিয়া রোগে আক্রান্তদের পাশে দাঁড়াতে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ছাত্রলীগের পক্ষ থেকে সদর হাসপাতালের আরএমও -এর কাছে সংকটে থাকা বিনামূল্যে আইভি স্যালাইন ও ওরস্যালাইন বিতরণ করেছি। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য বিনামূল্যে মাস্ক সরবরাহ করেছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা বাস্তবায়নে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে পিরোজপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা সদর হাসপাতালে ডায়রিয়ার সংক্রমণ ঠেকাতে চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনায় ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে আজ আইভি স্যালাইন, ওরস্যালাইন ও মাস্ক বিতরণ করা হয়েছে। ডায়রিয়ার সংক্রমণ প্রতিরোধে পুরো জেলায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’