নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বেপারিপাড়া মোড়ে ডবলমুরিং থানা ছাত্রলীগের ইফতার ও করোনার জন্য মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়। ২০ রমজান উপলক্ষে শ্রমজীবী মানুষকে ইফতার করানোর উদ্দেশ্যে এ আয়োজন।
সোমবার (৩ মে) ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বেপারিপাড়া মোড়ে ২৪ নং ওয়ার্ড ছাত্রলীগ মোঃ নাছির ইসলাম শান্ত ও সাইফুল ইসলাম সোহাগ এর উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও KN-95 মাস্ক বিতরণ করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলো আই.বি.আই.টি শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ইমরাজ আলী, হালিশহর থানা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক আয়েফ উদয়, ২৪ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ সাজ্জাদ হোসেন বিজয়, মোঃ মোতালেব হোসেন শ্রাবন, মোঃ সুফিয়ান রাকিব, মোঃ জিয়া প্রমুখ।
এই আয়োজনের প্রধান উদ্যোক্তা ডবলমুরিং থানা ছাত্রলীগ নেতা মোঃ নাছির ইসলাম শান্ত বলেন, ‘আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন তার কর্মীদের এই দুঃসময়ে হতদরিদ্র মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। আমরা নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মকভাবে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় গরীব, শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি।’