করোনা মহামারীতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে দেশজুড়ে দুস্থ-অসহায়,সুবিধাবঞ্চিত ও কর্মহীন মানুষের জন্য কাজ করছে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা।
তারই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ নেতা রয়েল বড়ুয়ার উদ্যোগে আজ বুধবার(২৩এপ্রিল) ৪র্থ দিনের মত
ঠাকুরগাঁও এর পীরগন্জ উপজেলায় কর্মহীন মানু্ষ ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করে ছাত্রলীগ নেতাকর্মীরা।এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সুস্বাস্থ্য কামনা করে দোয়া কামনা করা হয়।

ছাত্রলীগ নেতা রয়েল বড়ুয়া জানান,করোনা মহামারী সংকটে সারা দেশে কাজ করছে একমাত্র ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
তারই অংশ হিসেবে ঠাকুরগাঁও এ পুরো রমজান মাস ব্যাপি চলবে ইফতার বিতরণ কার্যক্রম।
এছাড়াও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।এই সংকটে মানুষের পাশে দাড়ানোর জন্য জেলার বিত্তবানদের প্রতি আহ্বান জানান এই ছাত্রনেতা।