বাংলাদেশের স্থপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাপানে শোক সভা ও দোয়া মাহফিল করেছে জাপান ছাত্রলীগ।

দিবসটি উপলক্ষে জাপান ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রাইসুল ইসলাম রকির সভাপতিত্বে  সাধারণ সম্পাদক রুহুল আমিন মামুনের সঞ্চালনায় শোক দিবসের অনুষ্ঠান সামাজিক দুরত্ব বজায় রেখে পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ জাপান শাখার সহ- সভাপতি মোঃ মাসুম হোসেন, আমান ভূয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সোহেল, মোঃ রুহুল আমিন রিজভী, সাংগাঠনিক সম্পাদক হাফিজ শিকদার, মোঃ জয়, গাজী সাইফুল হক এহসান, সুমন বাড়ৈ ও ছাত্রলীগ নেতা আয়ান, সাহেব খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় সকল নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর জীবন-বৃত্তান্ত ও ১৫ আগস্টের নারকীয় হত্যাকাণ্ডের ইতিহাস তুলে ধরেন।