জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও সারা দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রলীগ।
রবিবার (১৫ আগস্ট) সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সৌরভ ঘোষ ও সাধারণ সম্পাদক আল-আসিফ দিহানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
তাছাড়া ভার্চুয়াল আলোচনা সভা, ফ্রি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং গরিব দু:খীদের মাঝে ও মিষ্টান্ন বিতরণ করা হয়। পরবর্তীতে বাদ আছর ছাত্রাবাসে মিলাদ-মাহফিল আয়োজন করা হয় এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। পরিশেষে রাত ৮ টায় পথশিশু ও ছিন্নমূল ১০০ জন মানুষের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আসিফ দিহান এ ব্যাপারে বলেন, ‘১৫ ই আগস্ট ঘাতকরা শুধু পিতা মুজিব কেই হত্যা করে নি, বরং অভিভাবকহীন করেছে বাংলাদেশের আপামর জনতাকে। শোককে শক্তিতে পরিণত করে অগ্রযাত্রার শীর্ষে আরোহণ করবে বাংলাদেশ এই আমাদের দৃঢ় প্রত্যয়।’