জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ করেছে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ।

রবিবার (১৫ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ উমান খানের নেতৃত্বে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।