স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা সদরের সকল এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শোকযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা শেষে জেলা সদরের সকল এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক মনির হোসেন, এমং মারমা, সদস্য সাইফুল ইসলাম ও তেপান্তর চাকমা প্রমুখ।