জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
রবিবার (১৫ আগস্ট) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল করিম মাজেদের নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এরপর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ শোক র্যালীর আয়োজন, বাদ যোহর দোয়া ও মিলাদ মাহফিল এবং দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন হলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।