ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ।

সোমবার (৭ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাহিদ শিকদার ও সাধারণ সম্পাদক ডাঃ সাইফ জামান আনন্দের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ সীমিত পরিসরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

এ বছর বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে সৃষ্ট সংকটের কারণে ঐতিহাসিক এই দিনটিতে ব্যাপক জনসমাগম এড়িয়ে যথাযোগ্য মর্যাদায় সীমিত পরিসরে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ।