পবিত্র রমজানে ছিন্নমূল ও অসহায়-দুঃস্থদের মাঝে সেহরি বিতরণ করেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
বুধবার দিবাগত রাতে বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের মিহির আহমেদ বিজয়ের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অসহায়-দুঃস্থ মানুষের মাঝে সেহরি বিতরণ করেন।
মিহির আহমেদ বিজয় বলেন, ‘করোনা সংকট মোকাবেলায় সম্প্রতি দেয়া লকডাউনে অসহায়, দুঃস্থ ও ছিন্নমূল মানুষ বিপাকে পড়েছে। তারা যাতে রমজানে সেহরি খেয়ে রোজা রাখতে পারে সেজন্যই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সেহরির খাবার বিতরণ করা হয়েছে। সকল অসহায় ও মানুষের পাশে সবসময় পাশে থাকবে ছাত্রলীগ।’