যশোরের চৌগাছায় কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে শ্রমিক ও অর্থ সংকটের কারণে ফসল কাটতে না পারা অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। কৃষি ও কৃষক বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশমাফিক কৃষকদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় চৌগাছা উপজেলা ছাত্রলীগ।
বুধবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার জগদীশপুর ইউনিয়নের মাড়ুয়া গ্রামের অসহায় কৃষক ইসরাইল হোসেনের ১ বিঘা ফসলি জমির ধান কাটেন ছাত্রলীগের একঝাঁক তরুণ। একইসাথে শাহাবুদ্দীন ও কালা নামের আরো অসহায় দুই কৃষকের জমির ধান কেটে, বেঁধে বাড়িতে পৌঁছে দেন তাঁরা।
অনুভূতি ব্যক্ত করে কৃষক ইসরাইল হোসেন বলেন, ‘ছাত্রলীগের এই কার্যক্রমে আমরা অনেক খুশি হয়েছি। এই দুঃসময়ে রোজা রেখে তাঁরা আমাদের যে উপকার করলো তা কখনোই ভুলবোনা। ছাত্রলীগ সহ মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাতে চায়।’
এ বিষয়ে চৌগাছা উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক ও যশোরের কৃতি সন্তান লেখক ভট্টাচার্য, যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবীর পিয়াস ও সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লবের নির্দেশনা মোতাবেক শ্রমিক সংকট দূর করতে কৃষকের পাশে দাঁড়িয়েছি আমরা। আমরা সারাদিন রোজা রেখে কৃষকের ধান কেটে, বেঁধে বাড়িতে পৌঁছে দিচ্ছি। কৃষকদের প্রতি এই সেবামূলক কাজ অব্যাহত থাকবে।’
তাঁরা আরো বলেন, ‘যেকোনো জরুরী সাহায্যের প্রয়োজনে আমাদেরকে ফোন করে কিংবা যেকোনো মাধ্যমে জানানোর অনুরোধ রইলো। আমরা সর্বদা প্রস্তুত আছি মানুষের সেবায়।’
ধানকাটা কর্মসূচিতে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা ছাত্রলীগ নেতা এম.এ করিম, রুবেল হুসাইন, এইচ.এম ফিরোজ, সোহেল রানা, রাথিক মৃধা, আবিদুজ্জামান জিসান, তাহমিদ শাকিল, আকাশ, ইমরান খান, শিপন কুমার, রিংকন, জনি, আরিফ হোসেন, তানভির, মিহিন, জাহিদ, প্রমুখ।