চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের টাপ্পু গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়ালেন বাংলাদেশ ছাত্রলীগ।
বুধবার (২১ এপ্রিল) বুধবার ছাত্রলীগের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে চাল, আলু, ডাল সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেন স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-অর্থ সম্পাদক আতিকুল ইসলাম আতিক বলেন, ‘গত ১০ এপ্রিল শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের টাপ্পু নামক গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুই পরিবারের বাড়ীঘর পুড়ে নিশ্চিহ্ন হয়ে যায়, এতে মানবেতর জীবনযাপন করছিলো দুই পরিবারটি। বিষয়টি ছাত্রলীগের নেতাকর্মীদের নজরে পড়লে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাদ্য সামগ্রী ও আর্থিক সহযোগিতা করা হয়। অসহায় মানুষের পাশে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় থাকবে।’
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাঃ সোহেল রানা (ভি.পি সোহেল), সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদ, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তাহির আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু রাইহান সবুজ, বিনোদপুর ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হানিফ, সাধারণ সম্পাদক রতন রাহাত, সহ-সভাপতি শামিম রেজা প্রমুখ।