চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে চন্দনাইশ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও দুই পৌরসভায় ৫০০ পথচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা আরমান চৌধুরী, ফয়সাল, সাজ্জাদ, সজিব, মানিক, নয়ন, ওয়াহিদ, মুন্না, রানা, ঈমন, মিজান, আমির, ফরমান সহ পৌরসভা ছাত্রলীগ নেতা তারেক, রাকিব, আরফান, ইমন ও গাছবাড়িয়া কলেজ ছাত্রলীগ নেতা আবিদ, রবিউল, সাইমন, কাজেমি।

উপজেলা ছাত্রলীগ নেতা মারজাদুল ইসলাম চৌধুরী আরমান বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় করোনাকালীন সময়ের শুরু থেকে উপজেলার বিভিন্ন এলাকায়, বিভিন্ন সেবা নিয়ে সবসময় পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এছাড়া চলমান লকডাউনে আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এবং আমার অভিভাবক চন্দনাইশের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপির সহযোগিতায় চন্দনাইশের বিভিন্ন এলাকায় অসহায় ঘরবন্দী মানুষের মাঝে খাবার বিতরণ এবং চলমান লকডাউনের শেষ দিন পর্যন্ত ঘরবন্দী মানু‌ষের পাশে থাকবো ইনশশাআল্লাহ্।

তিনি আরো বলেন, আমি ছাত্রলীগের সকল নেতৃবৃন্দের কাছে অনুরোধ করছি সবাই যেন নিজ নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ায়। যুগে যুগে দেশের যেকোনো ক্রান্তিকালে সবসময় সবার আগে “বাংলাদেশ ছাত্রলীগ” পাশে ছিল, আছে এবং থাকবে ইনশশাল্লাহ্।