বিদ্যমান করোনা মহামারী পরিস্থিতিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি
সৈয়দ ইমাম বাকেরের নির্দেশনায় দপ্তর সম্পাদক ইফফাত হক নিশানের নেতৃত্বে স্বাস্থ্য বিধি মেনে কাজির দেউরী মোড়সহ বিভিন্ন স্থানে সাধারণ পথচারীদের মাঝে ১০০ প্যাকেট ইফতারি বিতরণ করা হয়।

এ ব্যাপারে চুয়েট ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইফফাত হক নিশান বলেন, বর্তমান করোনাকালে দুস্থ ও অসহায় মানুষ সঙ্কটে আছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-সাহিত্যে বিষয়ক সম্পাদক মোঃ রাকিব উদ্দিন চৌধুরী, সদস্য আজহারুল ইসলাম মাহমুদ, সদস্য তৌফিকুর রহমান সহ
আরও অনেকে উপস্থিত ছিলেন।