সম্প্রতি বৈশ্বিক মহামারী কোভিড-১৯ দেখা দিয়েছে নতুন রূপে যা পূর্বের চেয়ে ভয়াবহ। যার প্রমাণ মিলছে রেকর্ড পরিমাণ মৃত্যুর মিছিলের মধ্য দিয়ে। আমাদের দেশেও এর প্রভাব পড়েছে ভয়াবহ ভাবে। যদিও সাধারণ মানুষ এর ব্যাপরে উদাসীন।
সাধারণ মানুষকে এ ব্যাপারে সচেতন করার লক্ষ্যে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানবীর হোসেন তপু সচেতনতামূলক কোভিড-১৯ সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
এ ব্যাপারে তানবীর হোসেন তপু বলেন, ‘করোনার তৃতীয় ঢেউ সামলানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বদ্ধ পরিকর। তাঁর এই লক্ষ্য সফল করার জন্য সাধারণ মানুষের সচেতনতা খুবই জরুরি। কিন্তু বর্তমানে ঘটছে তার উল্টো। সাধারণ মানুষ সচেতনতা শব্দটিই ভুলতে বসেছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর একজন ক্ষুদ্র সৈনিক হিসেবে জনগণকে সচেতন করার ক্ষুদ্র চেষ্টা ছিল এটি।’