চট্টগ্রামে হতদরিদ্র মানুষকে বিনামূল্যে এম্বুলেন্স সুবিধা প্রদানের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সংগঠক মিশকাত আলভী। ‘হ্যালো ছাত্রলীগ’ নামক এই সেবামাধ্যমে ফোন করলেই নির্ধারিত ঠিকানায় পৌঁছে যাবে রোগী বহনকারী এম্বুলেন্স।
সোমবার (২৬ এপ্রিল) এই মহতী উদ্যোগের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির। উপস্থিত ছিলেন চসিক ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল হক ডিউক।
আ জ ম নাছির বলেন, ‘বৈশ্বিক মহামারীর ছোবলে সমস্ত পৃথিবী আজ বিপর্যস্ত। করোনা ভাইরাস আঘাত হেনেছে বাংলাদেশেও। ভাইরাস প্রতিরোধে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছে। সরকারের পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষদেরও এগিয়ে আসতে হবে। অসহায় মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। দরিদ্র মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সংগঠক মিশকাত আলভীর উদ্যোগকে আমি স্বাগত জানাই। এভাবেই সকল বিবেকবান মানুষকে ঐক্যবদ্ধভাবে করোনা ভাইরাস প্রতিরোধে ভূমিকা রাখতে হবে।’
এ বিষয়ে উদ্যোক্তা মিশকাত আলভী বলেন, ‘করোনা ভাইরাসের আঘাতে আজ থেমে গেছে সকলের স্বাভাবিক জীবনযাত্রা। হতদরিদ্র মানুষ একেকটি দিনাতিপাত করতে হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে মানবিক কারণে তাদের পাশে দাঁড়ানোর সাধ্যমতো চেষ্টা করছি। সেই লক্ষ্যে হ্যালো এম্বুলেন্স সার্ভিস চালু করেছি। এখানে ফোন করলেই নগররের নিম্নবিত্ত মানুষ কোন অর্থব্যয় ছাড়াই এম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারবে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, নগর ছাত্রলীগের সাবেক সদস্য শরীফ আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু, চুয়েট ছাত্রলীগ দপ্তর সম্পাদক ইফফাত হক নিশান সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতৃবন্দ।