কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ বিস্তার প্রতিরোধে এবং অসহায়, দুস্থ, ছিন্নমূল মানুষের মুখে হাঁসি ফোটাতে মাস্ক, ইফতার ও খাদ্য সামগ্রী উপহার দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, ভারত শাখার নেতৃবৃন্দ।

আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এর আইন বিভাগের ছাত্র আলী হোসেন আরমান, চন্ডিগড় ইউনিভার্সিটির কম্পিউটার প্রকৌশল বিভাগের ছাত্র সৈকত দেবনাথের তত্ত্বাবধানে এল পি এউ এর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ছাত্র শফিউল বশর সাজিদ কক্সবাজারে এবং জেইন বিশ্ববিদ্যালয় এর ইঞ্জিনিয়ারিং এর ছাত্র নুর মোহাম্মদ আবরার চট্টগ্রামে ১০০০ মাস্ক, ১০০টি ইফতার ও ১০০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করে।

ভারত শাখা ছাত্রলীগ নেতা আলী হোসেন আরমান বলেন, ‘বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ অবধি দেশ ও জাতির যেকোন সংকটে, সংশয়ে, সংগ্রামে, জরুরি প্রয়োজনে সবার আগে এগিয়ে এসে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো ছাত্রসংগঠন হলো বাংলাদেশ ছাত্রলীগ। যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক কিংবা নিয়ন্ত্রণে না আসে ততদিন পর্যন্ত আমাদের এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও খাদ্য উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণের প্রথম ঢেউ থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের প্রায় সকল নেতা-কর্মী জীবনের ঝুঁকি উপেক্ষা করে স্বেচ্ছায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি সংগঠনটি বিনামূল্যে প্রতিদিন সেহরি ও ইফতারের আয়োজন করেছে। এছাড়াও শিশুদের জন্য গুড়া দুধ সরবরাহ, জরুরি রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা এবং টেলিমেডিসিন সেবাসহ আরো বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে উপমহাদেশের সর্ববৃহৎ এই ছাত্রসংগঠনটি।