রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলাতে ৬য় রমজানে (১৯ এপ্রিল) সোমবার বিকেলে বাজার ও আশপাশ এলাকায় পথচারী, গরীব, দুস্থ, অসহায়, অটোরিকশা চালক ও স্বল্প আয়ের রোজাদার মানুষদের মাঝে ইফতার ও উন্নত খাবার এর প্যাকেট বিতরণ করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হসেন হৃদয়।

এ সময় ইফতারের প্যাকেট ও উন্নত খাবার বিতরণ করতে মানবিক ছাত্রলীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয় কে সহযোগিতা করেছেন অর্ণব মাহমুদ সুজন, আদর শাকিল সাধারণ সম্পাদক দেবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগ, সামিউল আলম, তনময় , মোহাম্মদ শামীম রেজা, মাসুদ রানা ঠান্ডু, সাব্বির আহমেদ শাওন, মাসুদ মৃধা আরিফুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সকলের উপস্থিতিতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয় দুই শতাধিক অসহায় দুস্থ মানুষের মধ্যে ইফতার ও উন্নত খাবার বিতরণ করেন।

এ সময় তিনি সকলের কাছে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন শান্তনু দ্বিতীয় কন্যার জন্য দোয়া এবং তাদের পরিবারের সকলের জন্য দোয়া চান তিনি।