চলমান কোভিড-১৯ এর মধ্যে লকডাউন চলাকালীন সময়ে কর্মহীন ও দুস্থদের মাঝে পবিত্র রমজান উপলক্ষে ইফতার বিতরণ করলো শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ছাত্রলীগ।
বুধবার (২১ এপ্রিল) গাজীপুর শহরের জয়দেবপুর রেলস্টেশনে এ ইফতার বিতরণ কার্যক্রম করেছন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা মিজানুর রহমান।
এ সময় মিজানুর রহমান বলেন, ‘বর্তমান করোনা সংকটে চলমান লকডাউনে অনেক মানুষ বিপাকে পড়েছেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আজকে পবিত্র রমজান মাসে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কর্মহীন ও শ্রমজীবী মানুষের মধ্যে তৃপ্তির ইফতার বিতরণ করেছি। ভবিষ্যতেও এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা আতিকুল্লাহ নকীব, প্রদেশ কৃষ্ণা দেব, ফাহিম হোসেন, মুনিম তাজওয়ার, রেজাউল রিয়াদ, মাহাদী হাসান, ইরফান সহ অনেকে।