চলমান কোভিড-১৯ এর মধ্যে লকডাউন চলাকালীন সময়ে কর্মহীন, দুঃস্থ ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে পবিত্র রমজান উপলক্ষে সেহরিতে খাবার বিতরণ করেছেন গাজীপুর মহানগর ছাত্রলীগ নেতা ও টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশিউর রহমান সরকার বাবু।
বুধবার (২১ এপ্রিল) দিবাগত রাতে ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে কয়েকজন কর্মী নিয়ে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় রান্না করা খাবার বিতরণ করা হয়।
এসময় মোশিউর রহমান সরকার বাবু বলেন, ‘বর্তমান করোনা সংকটে চলমান লকডাউনে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আজকে পবিত্র রমজান মাসে আমরা মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল ভাইয়ের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী কর্মহীন ও শ্রমজীবী মানুষের মধ্যে রান্না করা সেহরির খাবার বিতরণ করেছি। ভবিষ্যতেও এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা নাহীন প্রধান, খন্দকার পিয়াস, শাওন প্রধান, ফারাবী টিপু, নাঈম খান সহ অনেকে।