পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে ছাত্রলীগ।

সোমবার (১০ মে) কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক জাহিদুল ইসলাম নোমানের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা গলাচিপা উপজেলার বিভিন্ন স্থানে পথচারী ও দিনমজুর মানুষের মাঝে ৩০০ প্যাকেট ইফতারি বিতরণ করেন।

এ সময় জাহিদুল ইসলাম নোমান বলেন, ‘পবিত্র রমজান মাসে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে পথচারী ও দিনমজুরদের মাঝে ৩০০ প্যাকেট ইফতারি বিতরণ করেছি। করোনায় সাধারণ মানুষের কষ্ট লাঘবে ছাত্রলীগের প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে।’