গভীর রাতে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে সেহেরি বিতরণ করেছে বগুড়া জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২০ এপ্রিল) গভীর রাতে জেলার সাতমাথা, থানা মোড়, কাঠালতলা অবস্থানরত নিরাপত্তাকর্মী, দিনমুজুর ও সুবিধা বঞ্চিত মানুষদের খুঁজে খুঁজে সেহেরি বিতরণ করা হয়েছে।

বগুড়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল ঘোষ ও প্রচার সম্পাদক মুকুল ইসলামের উদ্যোগে সেহেরী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. জাকির হোসেন নবাব।

তিনি সবাইকে তাদের সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, করোনা সংকট মোকাবেলায় সম্প্রতি দেয়া লকডাউনে অসহায়, দুঃস্থ ও ফুটপাতে বেঁচে থাকা মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তারা যাতে রমজানে সেহরি খেয়ে রোজা রাখতে পারে সেজন্যই জেলা ছাত্রলীগ নেতাদের এ উদ্যোগ গ্রহণ।

জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক  ভট্টাচার্য ভাইয়ের নির্দেশনায় তারা নিজে আগ্রহী হয়ে ব্যক্তিগত উদ্যোগে সাধারণ খেটে-খাওয়া, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।