খাগড়াছড়িতে করোনা ভাইরাসের প্রভাবের কারণে কঠোর লকডাউনে শ্রমিক সংকটে পড়ায় কৃষকের জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিলো খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রয়েল ত্রিপুরার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা। দেশের এই দূর্যোগ মুহুর্তে বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাশ্রমে এভাবে ধান কেটে দেওয়ায় খুশি এলাকাবাসী ও কৃষকরা।

বৃহস্পতিবার (০৬ মে) জেলা সদরের পেরাছড়া ইউনিয়নের পল্টনজয় পাড়ার এক কৃষকের ফোন পেয়ে পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

কৃষক মৃদুলময় ত্রিপুরা জানান, করোনা ভাইরাসের কারনে শ্রমিক সংকটের ফলে ১বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলাম না। তখন ছাত্রলীগের সাবেক নেতা রয়েল ত্রিপুরাকে অবগত করি। তার নেতৃত্বে আজ জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে তিনি অত্যন্ত খুশি হয়ে এমন উদ্যোগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রয়েল ত্রিপুরা জানান, গতবছরের ন্যায় এবছরও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কৃষকরা অসহায় হয়ে পড়েছে। করোনার কারনে কৃষকরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ভীক সৈনিক হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগ ও খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির নির্দেশনায় আমরা গতবছরের মতো এবছরও অসহায় কৃষকদের সহযোগিতা করতে পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিচ্ছি। মৌসুম শেষ না হওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।