করোনা রোধে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় যশোর জেলা ছাত্রলীগের আওতাধীন কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের ভ্যানচালক আসমান তুল্যের ২ বিঘা ধান কেঁটে বাড়িতে পৌঁছে দিয়েছে বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের ১০০ জন নেতাকর্মী।
শুক্রবার (৩০ এপ্রিল) যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মুন্নাফ হোসেন মুন্নার নেতৃত্বে মঙ্গলবার বিকালে উপজেলার পরচক্রা বিলে কৃষকের ২ বিঘা জমির ধানকেটে উপজেলাব্যাপী সাধারণ কৃষকের ধানকাটা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগনেতা মিলন হোসেন, আমিনুর রহমান, সবুজ হোসেন সোহাগ, রিপন, সৈয়দ ফয়সাল হাসান রিফাত, বিদ্যানন্দকটি ইউনিয়ন ছাত্রলীগের রাব্বি, জুয়েল, মাহাতাব, জাহাতাব, মেহেদি হাসান, আতিয়ার, সুজন, সাগর, রিয়াজ-সহ নেতৃবৃন্দ।
ধান কাটা কর্মসূচি সম্পর্কে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় কেশবপুর উপজেলা ছাত্রলীগ কৃষকের ধানকেটে সহযোগিতা করছে এবং ধানাকাটা সহ সকল মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।’