জননেত্রী শেখ হাসিনা আওয়ামীলীগের সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কৃষকের পাঁকা ধান কেটে দেওয়ার নির্দেশ দেয়।
তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি আল-নাহিয়ান খান জয় ও বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নির্দেশনায় উত্তপ্ত রোদ উপেক্ষা করে রোজা রেখে ময়মনসিংহ সদরের বয়ড়া ছালাকান্দিতে কৃষকের ২০ কাঠা জমির পাকা ধান কেটে বাড়ি পৌছে দেয় ময়মনসিংহ জেলা ছাত্রলীগ।
ধান কাটাঁয় উপস্থিত ছিলেন রিজভী রেজওয়ান মারুফ, শাকিল আহমেদ, আল-আমিন,তুহিন হৃদয়, আফনান ত্বাহা, রাকিবুল কাইয়ুম শাকির,আরজু রহমান,ফজলে রাব্বি,তৌফিক নাফিজ ধ্রুব, ইয়াসিন মাহমুদ, আল-ওয়ালিদ,আফনান সোয়েব পল্লব।
এসময় ঐ কৃষক জননেত্রী শেখ হাসিনার প্রশংসা করেন ও ধন্যবাদ জানায়।
তিনি জানায় করোনাকালিন এই সংকটময় মুহুর্তে শ্রমিকের পারিশ্রমিক দেওয়ার টাকা তার কাছে ছিলোনা,এই বিষয়টি তিনি স্থানীয় ছাত্রলীগ নেত্রীবৃন্দদের জানালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা তার পাশে দাড়ায় এবং তার পাকা ধান কেটে বাসায় পৌঁছে দেয়।