করোনার মহামারি ঠেকাতে ‘লকডাউন’ পরিস্থিতিতে শ্রমিক না পেয়ে বিপাকে পড়া কৃষকের ধান কেটে দিলো শার্শা উপজেলা ছাত্রলীগ ও বেনাপোল পৌর ছাত্রলীগ।
সোমবার (২৬ এপ্রিল) বেনাপোল পোর্ট থানাধীন ছোটআঁচড়া গ্রামের প্রান্তিক কৃষক করিম গাজির দুই বিঘা জমির ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দারের নেতৃত্বে কৃষক করিম গাজির জমির ধান কেটে দেন তারা।
কৃষকের ধান কাটায় অংশ নেন শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক খোরশেদ মিলন, সাবেক ছাত্রনেতা আল-ইমরান, বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়াদ্দার, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামসহ নেতাকর্মীরা।