কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নে বড় কুলাল পাড়ার কৃষক ফরিদুল ইসলামের ২ কানি জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিলো মহেশখালী কলেজ ছাত্রলীগ।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) মহেশখালী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম শাকিলুর রহমান এর নেতৃত্বে বড় মহেশখালী ইউনিয়নের বড় কুলাল পাড়া এলাকার কৃষক ফরিদুল ইসলামের ২ কানি জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেন মহেশখালী কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। ধান কাটার পর কৃষকের বাড়িতে ধান পৌঁছে দেয়ার কাজটিও করে দেন তারা।
মহেশখালী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম শাকিলুর রহমান জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় ছাত্রলীগ ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের নির্দেশে তারা গরীব অসহায় কৃষক খোঁজে তাদের ধান কেটে দিচ্ছেন। প্রায় ৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী সারাদিন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছি। করোনার দুর্দিনে অসহায়দের পাশে দাড়ানোর চেষ্টা করছি।’
কৃষক ফরিদুল ইসলাম বলেন, ‘মহেশখালী কলেজ ছাত্রলীগের এই কর্মকাণ্ডে আমি অনেক বেশি খুশি। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানাই।’