‘বাঁচাও কৃষক বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ’ – করোনা মহামারীর ভয়াবহ ছোবলে যখন সারা বিশ্ব স্থবির হয়ে পড়েছে, তখন এই কাঠফাটা রৌদ্রের মধ্যে ডুমুরিয়া উপজেলার অন্তর্গত সাহস ইউনিয়নের ট্যাংরামারী গ্রামের এক প্রান্তিক কৃষক মোঃ সাব্বির হোসেন তার ক্ষেতের পাকা ধান নিয়ে বিপাকে পড়েছিলেন।
এমতাবস্থায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে একঝাঁক ছাত্রলীগ কর্মী ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুদ রানার নেতৃত্বে অসহায় কৃষকের ক্ষেতের পাকা ধান কেটে ঘরে তুলে দেন।
প্রান্তিক অসহায় কৃষক জানান, তিনি বর্তমান শ্রমিকদের চড়া মজুরীর কারণে তার ক্ষেতের ধান নিয়ে বিপাকে পড়ছিলেন। এসময় তিনি স্থানীয় ছাত্রলীগ কর্মীদের শরণাপন্ন হন এবং তাদের সহযোগিতায় তার ধান তিনি ঘরে তুলতে সক্ষম হয়েছেন। ছাত্রলীগের এই মহৎ কাজের জন্য শেখ হাসিনার সু-স্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে উপস্থিত ছাত্রলীগ কর্মীদের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া করেন।
উক্ত ধান কাটা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুদ রান, যুগ্ন- সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, ডুমুরিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল সরদার, খর্নিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন খান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক, মেহেদী হাসান রাজু, উপজেলা ছাত্রলীগের সদস্য সাকিব হাসান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা আমির ফয়সাল, রাকিব হাসান, অমিয় অধিকারী, সৌমিত্র মল্লিক, ফয়সাল শেখ, মোঃ আকবর, আবু সুফিয়ান, আঃ রহিম, আঃ নূর প্রমুখ।