করোনা মহামারিতে অসহায় গরবী কৃষক আর্থিক সংকটের কারণে পাকা ধান কাটতে হিমশিম খাচ্ছে। লকডাউনে সৃষ্ট বিপর্যয়ে কৃষকেরা ধান কাটার জন্য শ্রমিক খুঁজে পাচ্ছে না। এদিকে ইরি-বোরো ধান কাটার সময় হয়ে গেছে।
কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনা বাস্তবায়নে শ্রমিক সংকটে থাকা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন মাতারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) মাতারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহারিয়ার নেতৃত্বে ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে কৃষকের ঘরে তুলে দেন।
মোহাম্মদ শাহারিয়া জানান, ‘করোনা সংকটে শ্রমিক সংকটে পড়া কৃষক দিশেহারা হয়ে পড়েছিলেন। খবর পেয়ে কক্সবাজার জেলার সভাপতি এসএম সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক মারুফ আদনান ভাইয়ের নির্দেশে মাতারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায় কৃষকের ধান কেটে দিয়ে ঘরে তুলে দিয়েছি। বিদ্যমান পরিস্থিতিতে কোন কৃষক শ্রমিক সংকটে পড়লে আমরা পাশে দাঁড়াব।’